Logo
Logo
×

সারাদেশ

হাওড়ে বিষ দিয়ে ৩ হাজার হাঁস নিধন, খামারির মাথায় হাত

Icon

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫ এএম

হাওড়ে বিষ দিয়ে ৩ হাজার হাঁস নিধন, খামারির মাথায় হাত

ছবি: যুগান্তর

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ইদুঁর মারার বিষ (বুলেট) প্রয়োগে হাওড়ের পতিত চরে থাকা খামারির তিন হাজার বাচ্চা ও ডিমওয়ালা হাঁস মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের টেকানগর গ্রামসংলগ্ন হাওড়ের চরের তিনটি খামারে ঘটনাটি ঘটেছে।

ক্ষতিগ্রস্ত খামারি মো. শামসু মিয়া উপজেলার সদর ইউনিয়নের টেকানগর গ্রামের বাসিন্দা।

ক্ষতিগ্রস্ত খামারি ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘ দশ বছর ধরে হাঁসের খামারের ব্যবসা করে আসছিলেন খামারি শামসু মিয়া। এনজিও আশা, ব্রাক ও কৃষি ব্যাংক থেকে প্রায় ২৫ লাখ টাকা ঋণ নিয়ে খামার পরিচালনা শুরু করেন শামসু মিয়া। গত শুক্রবার রাত আনুমানিক ৮টার সময় বাড়ি থেকে খামারে এসে দেখতে পান হাঁসগুলো মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে। হাঁসের খাবারের পাত্রে বুলেট ট্যাবলেটের তীব্র গন্ধ অনুভব করেন। পরে পাশাপাশি তার আরো দুটি খামারে গিয়ে তিনি একই দৃশ্য দেখতে পান। এ সময় তিনি একজন লোককে দৌড়ে পালাতে দেখেন বলেও জানান।

খামারের কর্মী মো. আব্দুর রহমান জানান, প্রতিদিনের মত আমি হাঁসগুলোকে খামারে রেখে, খাবার দিয়ে বাড়িতে গিয়েছিলাম গোসল করতে ও খাবার খেতে। খাবার খেয়ে এসে দেখি বেড়া দেওয়া জাল উল্টানো, বুলেটের তীব্র গন্ধ। এ সময় আমি একজনকে দৌড়ে পালাতে দেখেছি। 

ক্ষতিগ্রস্ত খামারি মো. শামসু মিয়া বলেন, আশা, ব্রাক ও কৃষি ব্যাংক থেকে ঋণ নিয়ে আমি খামার দিয়েছি। বুলেট দিয়ে আমার হাঁসগুলো মেরে ফেললো। রাত থেকে মরা শুরু হইছে, এখনও মরতাছে। আমি এখন কি করব? অনেক টাকা ঋণ নিয়ে খামার দিয়েছিলাম, সে টাকা কিভাবে দিব?

নাসিরনগর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শুভজিৎ পাল বলেন, বিষ প্রয়োগে খামারির হাঁস মেরে ফেলার বিষয়টি কেউ আমাদেরকে জানায়নি।  

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম