৬ নেতাকে অব্যাহতি
এবার মানিকগঞ্জ সদর স্বেচ্ছাসেবক দলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মানিকগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির ৬ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদানের পর এবার মানিকগঞ্জ সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ের সব কমিটি বিলুপ্ত করেছে দলটির কেন্দ্রীয় কমিটি।
১৩ সেপ্টেম্বর সদর উপজেলার আহ্বায়ক মো. সাজ্জাদ হোসেন কায়েস ও সদস্য সচিব মো. মামুন হোসেন খান শামীম কেন্দ্রীয় কমিটির বরাত দিয়ে সদর উপজেলার সব ইউনিয়ন কমিটি বিলুপ্তির কথা নিশ্চিত করেন।
এর আগে ১১ সেপ্টেম্বর স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ডে নিষ্ক্রিয়তার পরিপ্রেক্ষিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটির ২১নং সদস্য মশিউর রহমান বুলবুল, ২৯নং সদস্য মো. সাগর আহমেদ, ৩১নং সদস্য নাজমুল হোসেন, ৩৫নং সদস্য মিলন মৃধা ৩৮নং সদস্য মো. আল আমিন হোসেন, ৪৮নং সদস্য কাজিম উদ্দিনকে অব্যাহতি দেন।
সর্বশেষ শনিবার (১৩ সেপ্টেম্বর) সদর উপজেলার আহ্বায়ক মো. সাজ্জাদ হোসেন কায়েস ও সদস্য সচিব মো. মামুন হোসেন খান শামীম কেন্দ্রীয় কমিটির বরাত দিয়ে সদর উপজেলার সব ইউনিয়ন কমিটি বিলুপ্তির কথা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নির্দেশনায় ও জেলা কমিটির সম্মতিতে সদর উপজেলার সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত করা হয়।
এ ব্যাপারে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট রাকিবুর রহমান রাকিব জানান, কমিটিগুলোর মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত করা হয়েছে।
