ছাগলের জন্য গাছের পাতা পাড়তে গিয়ে প্রাণ গেল নারীর
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কাউনিয়ায় ছাগলকে খাওয়ানোর জন্য গাছের পাতা পাড়তে গিয়ে কাঁচা বাঁশের সঙ্গে বিদ্যুতের তারের সংযোগ ঘটে রাহেনা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে টেপামধুপুর ইউনিয়নের সদরা তালুক গ্রামে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দুপুরে উপজেলার সদরা তালুক গ্রামের মমিন মিয়ার স্ত্রী রাহেনা বেগম (৫০) বাড়ির উঠানে ছাগলকে খাওয়ানোর জন্য গাছের পাতা পাড়তে গিয়ে কাঁচা বাঁশের সঙ্গে বিদ্যুতের তারের সংযোগ ঘটে। এ সময় বিদ্যুৎস্পর্শে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাউনিয়া থানার এসআই মনিবুর রহমান বিদ্যুৎস্পর্শে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
