নুরাল পাগলার লাশ পোড়ানোর সময় তেল ছিটানো যুবক গ্রেফতার
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার লাশ পোড়ানোর সময় তেল ছিটিয়ে সহায়তার দায়ে নজরুল ইসলাম নজির (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৪ সেপ্টেম্বর) ভোররাতে তাকে ফরিদপুরের নগরকান্দা থেকে গ্রেফতার করা হয়।
দুপুরে তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শরীফ আল রাজীব।
তিনি জানান, লাশ পোড়ানোর ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, নজরুল ইসলাম নুরাল পাগলার লাশে তেল ছিটাচ্ছে। ফুটেজের ওপর ভিত্তি করে তাকে শনাক্ত করা হয়।
পরে তাকে নুরাল পাগলার ভক্ত রাসেল মোল্লা হত্যাকাণ্ডে তার বাবা আজাদ মোল্লার করা মামলায় গুরুতর জখম, লুটপাট, অগ্নিসংযোগ, হত্যা, কবর থেকে লাশ উত্তোলন, পোড়ানো মামলায় গ্রেফতার দেখানো হয়।
গ্রেফতার নজরুল ইসলামকে রোববার রাজবাড়ীর আদালতে সোপর্দ করা হয়েছে।
নুরাল পাগলার ইস্যুতে হওয়া দুটি মামলায় এ পর্যন্ত মোট ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান।
গ্রেফতার নজরুল ইসলাম উপজেলার উজানচর ইউনিয়নের নাসের মাতুব্বরপাড়া এলাকার আকবর শেখের ছেলে।
গোয়ালন্দের বিক্ষুব্ধ জনতা নুরুল হক ওরফে নুরাল পাগলার কাবাসদৃশ ১২ ফুট উঁচু পাকা কবরটি নিচু করাসহ বিভিন্ন দাবিতে আন্দোলন সংগ্রাম করে আসছিলেন।
প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান ও সাংবাদিক সম্মেলন করে দাবি আদায়ের জন্য ৪ অক্টোবর পর্যন্ত আলটিমেটাম দেন। নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় ৫ সেপ্টেম্বর শান্তি সমাবেশ আহবান করা হয়।
সমাবেশ চলাকালে একদল বিক্ষুব্ধ জনতা পুলিশ ও ইউএনওর গাড়ি ভাঙচুর করার পর নুরাল পাগলার বাড়িতে গিয়ে হামলা চালায়।
হামলাকালে রাসেল মোল্লা নামে নুরাল পাগলার এক ভক্ত তাদের প্রতিহত করার চেষ্টা করেন। এ সময় জনতার হামলায় গুরুতর আহত হন রাসেল মোল্লা। তাকে উদ্ধার করে ফরিদপুর নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
পরে জনতা নুরাল পাগলের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। একপর্যায়ে একদল উচ্ছৃঙ্খল লোক নুরাল পাগলার লাশ কবর হতে তুলে মহাসড়কে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
