Logo
Logo
×

সারাদেশ

ফেনীতে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫১ পিএম

ফেনীতে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি

ফেনীর সদর উপজেলার মোটবীতে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত মনসুর আহম্মদ (৪০) নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের কাজির ঘাটলা গ্রামের সুলতান আহম্মদের ছেলে।

রোববার ভোররাতে ইউনিয়নের লস্করহাট মধ্যম লক্ষীপুর গ্রামের কবিরের বাড়িতে এ ঘটনা ঘটে। 

স্থানীয় গ্রামবাসী ও ফেনী মডেল থানা পুলিশ সূত্র জানায়, গভীর রাতে মোটবীর মধ্যম লক্ষীপুর গ্রামের কবিরের অটোরিকশা গ্যারেজে অজ্ঞাত ব্যক্তিকে দেখতে পেয়ে আটক করা হয়। চোর সন্দেহে স্থানীয় লোকজন তাকে মারধর করে পাশের জমিতে ফেলে দেয়। 

ভোরে ইউনিয়নের গ্রামপুলিশ সদস্যরা থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। 

ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ যুগান্তরকে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম