মাছ ধরার জালে মিলল ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৭ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজার টেকনাফের উখিয়া ৬৪ ও টেকনাফ ২ বিজিবি যৌথ অভিযান চালিয়ে মাছ ধরার ট্রলার থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় ২ জেলেকে আটক করা হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- টেকনাফের মৃত সৈয়দ আমিনের ছেলে মো. সাদেক (১৯), জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্প-২৭ এর ব্লক-এ এর মৃত কবির আহমেদের ছেলে আনাছ (৪০)।
বিজিবি অধিনায়ক বলেন, রোববার সন্ধ্যার দিকে টেকনাফ ফিশারি ঘাট এলাকায় একটি অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় ট্রলারের নিচের অংশে জালের কুণ্ডুলির ভেতর থেকে ১২টি হলুদ রঙের প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতর থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
তিনি বলেন, আটক ব্যক্তি, ট্রলার ও উদ্ধার ইয়াবাসহ আনুষঙ্গিক মালামাল টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।
