উল্লাপাড়ায় আকমল বাহিনীর বিচার চেয়ে গ্রামবাসীর মানববন্ধন
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫০ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আকমল হোসেন বাহিনীর নির্যাতন, দখলদারিত্ব ও নানা অপকর্মের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসী।
মঙ্গলবার উপজেলার মাগুড়াডাঙ্গা গ্রামবাসী এ কর্মসূচি পালন করেন। এ গ্রামের বাসিন্দা আকমল হোসেন দীর্ঘদিন ধরে আত্মগোপনে আছেন।
বেলা ১১টার দিকে গ্রামের পাশের পূর্ণিমাগাঁতী-উল্লাপাড়া সড়কে মাগুড়াডাঙ্গা গ্রামবাসী আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন গৃহবধূ আয়শা সিদ্দিকা ও ট্রাক ডাইভার আব্দুল আজিজ।
তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের ১৫ বছরে আকমল ব্যক্তিগতভাবে এবং তার নিজস্ব বাহিনী দিয়ে গ্রাম ও পার্শ্ববর্তী এলাকার লোকজনের জমি দখল, ছোট-খাটো ঘটনায় গ্রামের লোকজনকে মারপিট, দোকনপাট দখলসহ নানা অপকর্ম করেছেন।
৫ আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তনের কারণে তিনি আত্মগোপনে যান। পালিয়ে থেকে এখনও তার বাহিনী দিয়ে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন। এতে মাগুড়া ডাঙ্গা গ্রামবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন।
বক্তারা অবিলম্বে আকমল ও তার বাহিনীর লোকজনকে আটক করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানান। এ ব্যাপারে আকমল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি পালিয়ে থাকায় সম্ভব হয়নি।
উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল হাসান জানান, আওয়ামী লীগ নেতা আকমল হোসেন আত্মগোপনে রয়েছেন। তার বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় মারপিট ও দখলদারিত্বের একাধিক মামলা রয়েছে। তবে গ্রামবাসী আকমল বাহিনীর লোকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করলে পুলিশ ব্যবস্থা নেবে।
