Logo
Logo
×

সারাদেশ

‘ফেসবুকে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’

Icon

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩২ পিএম

‘ফেসবুকে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’

ছবি: যুগান্তর

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কিংবা অন্য কোনো উপায়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ প্রস্তুতিমূলক সভায় তিনি এ কথা বলেন। 

সভায় বক্তব্য দেন রাঙ্গুনিয়া অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর আবু সাকের, রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম প্রমুখ। 

সভায় বিএনপি, জামায়াত, এলডিপি, নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় উপজেলার সব পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা, বিদ্যুতের বিকল্প ব্যবস্থা, অগ্নিনির্বাপণ সরঞ্জাম ও স্বেচ্ছাসেবকের বিশেষ পোশাক নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া মাদক নিয়ন্ত্রণ ও উৎসবমুখর পরিবেশে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পূজা উদযাপনের আহ্বান জানান বক্তারা। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম