Logo
Logo
×

সারাদেশ

সৌদিতে মাদকসহ ফুলগাজীর বিএনপি নেতা ইমান আটক

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৩ পিএম

সৌদিতে মাদকসহ ফুলগাজীর বিএনপি নেতা ইমান আটক

ফুলগাজীর আনন্দপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমান উল্লাহ ওরফে ইমান আলী সৌদি আরবে বিপুল মাদকসহ আটক হয়েছেন। গত রোববার দুপুরে তিনি স্ত্রী ও বোন-ভগ্নিপতিসহ মোট চারজনের একটি দলে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান।

সেখানে বিমানবন্দরে প্রবেশের পর তল্লাশিকালে ইমান আলীর ব্যাগ থেকে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেলে নিরাপত্তা বাহিনী তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তার স্ত্রী ও বোন-ভগ্নিপতিসহ চারজনকে আটক করা হয়।

সূত্রে জানা গেছে, বর্তমানে ইমান আলীসহ মোট পাঁচজন সৌদি পুলিশের হেফাজতে রয়েছেন। তাদের মধ্যে আছেন ইমান আলীর জামাতাও, যিনি শ্বশুরকে রিসিভ করতে বিমানবন্দরে গিয়েছিলেন।

এলাকাবাসী জানান, ইমান আলীর দুই ছেলে শাহিন ও আরাফাত ১০-১২ বছর ধরে আন্তর্জাতিক মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত। তারা অবৈধ অর্থে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন। এ ঘটনার পর ফুলগাজী জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম