Logo
Logo
×

সারাদেশ

পাথর চুরির আসামির মুক্তি চেয়ে কপাল ভাঙল আরও দুই বিএনপি নেতার

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৯ পিএম

পাথর চুরির আসামির মুক্তি চেয়ে কপাল ভাঙল আরও দুই বিএনপি নেতার

সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর চুরির মামলার আসামি কারাবন্দি বিএনপি নেতা সাহাব উদ্দিনের মুক্তি দাবি করে বিবৃতি দেওয়ার ঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজি আব্দুল মন্নান মনাফ ও সাধারণ সম্পাদক আলী আকবরকে শোকজ করেছে জেলা বিএনপি।

মঙ্গলবার তাদের শোকজ নোটিশ দেওয়া হয়েছে বলে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানিয়েছেন।

তিনি জানান, তাদের পরবর্তী ৩ দিনের মধ্যে জেলা বিএনপির কাছে লিখিত আকারে জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দলের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত মোতাবেক যে নেতার সবধরনের দলীয় পদ-পদবি স্থগিত করা হয়েছে, তার পক্ষে ও মুক্তির দাবিতে কোনো ইউনিট প্রকাশ্যে বিবৃতি দিয়ে বড় ধরনের গর্হিত কাজ করেছে। শোকজের জবাব পাওয়ার পর হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর সোমবার উপজেলা বিএনপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে সাহাব উদ্দিনের মুক্তি দাবি করা হয়।

গত ১৪ সেপ্টেম্বর শনিবার রাতে সিলেট নগরী থেকে সাহাব উদ্দিনকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন।

গত ১১ আগস্ট কেন্দ্রীয় বিএনপি চাঁদাবাজি, দখলবাজিসহ দলীয় নীতি ও আদর্শবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে সাহাব উদ্দিনের পদ স্থগিত করে।

গত সোমবার উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মন্নান ও সাধারণ সম্পাদক আলী আকবর স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সাহাব উদ্দিন বিগত স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের অগ্রসৈনিক ও মিথ্যা মামলায় নির্যাতিত নেতা। তাকে সাদাপাথর লুটের মামলায় মিথ্যা অভিযোগে গ্রেফতার করে জেলহাজতে পাঠানোয় উপজেলা বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং অবিলম্বে তার মুক্তি দাবি করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম