Logo
Logo
×

সারাদেশ

মলত্যাগ নিয়ে বিরোধে চাচাতো ভাইকে খুন, স্বামী-স্ত্রী গ্রেফতার

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:১০ পিএম

মলত্যাগ নিয়ে বিরোধে চাচাতো ভাইকে খুন, স্বামী-স্ত্রী গ্রেফতার

সিলেটের কানাইঘাটে জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাইকে খুনের ঘটনায় স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ভোরে জৈন্তাপুর উপজেলার হর্নি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নিহত নুরুল ইসলাম ওরফে সানা (৫৫) উপজেলার বড়চতুল ইউনিয়নের হারাতৈল গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।

গ্রেফতারকৃতরা হলেন- একই গ্রামের তৈয়ব আলীর ছেলে বাবুল আহমদ ও তার স্ত্রী মোছা. আছিয়া বেগম।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নুরুল ইসলামের সঙ্গে তার চাচাতো ভাই বাবুলের জমি নিয়ে বিরোধ চলছিল। গত মঙ্গলবার বিকালে নুরুল ইসলামের এক শিশুসন্তান বাবুলের জমিতে মলত্যাগ করলে বিষয়টি কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বাবুলসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে নুরুল ইসলামের বাড়িতে হামলা চালায়। এতে নুরুল ইসলাম, তার স্ত্রী রিনা বেগম ও পাঁচ সন্তান গুরুতর আহত হন। পরে তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী রিনা বেগমের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় ইউপি সদস্য তাজউদ্দিন জানান, নয় সন্তানের পরিবারে নুরুল ইসলামই ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যু পরিবারের জন্য দুঃসহ সংকট নিয়ে এসেছে।

কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে বাবুল ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম