নাতিকে বাঁচাতে গিয়ে মারা গেলেন দাদাও
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাগেরহাটের চিতলমারীতে পানিতে পড়ে যাওয়া নাতিকে বাঁচাতে গিয়ে মারা গেলেন দাদাও। ঢাকা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে গোসল করতে গেলে তাদের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিবপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- উপজেলার শিবপুর উত্তরপাড়া গ্রামের মো. শাহাজাহান মোল্লা (৯৫) ও তার নাতি নুর-কাদের মোল্লা (৯)। নুর কাদের মোল্লা নুরুজ্জামানের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, দাদা ও নাতি বৃহস্পতিবার ঢাকা থেকে শিবপুর উত্তরপাড়া গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। ওই দিন দুপুরে নাতিকে নিয়ে বাড়ির পুকুরে গোসল করতে যান দাদা। এ সময় নুর কাদের মোল্লা স্লিপ করে পানিতে পড়ে যায়। দাদা শাহাজাহান মোল্লা তাকে উদ্ধার করতে গেলে দুজনই পানিতে তলিয়ে যান। বাড়ির লোকজন পুকুর থেকে তাদেরকে উদ্ধার করে চিতলমারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চিতলমারী থানার ওসি এসএম শাহাদাৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
