Logo
Logo
×

সারাদেশ

পরকীয়ার ঘটনায় সালিশ, জরিমানার টাকা মাতবরদের পকেটে

Icon

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৯ পিএম

পরকীয়ার ঘটনায় সালিশ, জরিমানার টাকা মাতবরদের পকেটে

মানিকগঞ্জের দৌলতপুরে এক মধ্যবয়সি নারীর সঙ্গে পরকীয়ার ঘটনায় সালিশ অনুষ্ঠিত হয়েছে। ওই সালিশে পরকীয়া প্রেমিককে এক লাখ টাকা ও প্রেমিকাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আর সেই টাকা পকেটস্থ করেছেন মাতবররা। 

বুধবার সকালে এ সালিশ বৈঠকের ঘটনাটি ঘটেছে খলসি ইউনিয়নের পাররোহা কাটাখালি ওসমান শেখের বাড়িতে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাররোহা গ্রামের আলামিনের (৩০) সঙ্গে ওই নারীর অনেক দিন যাবত পরকীয়া চলছিল। শনিবার রাত ১টার দিকে স্থানীয় লোকজন পরকীয়া প্রেমিক আলামিনকে ওই নারীর ঘরে দেখতে পান। এ সময় তাদের মারধর করা হয়। গ্রাম্য মাতবররা এসে তাদের উদ্ধার করে সালিশের আয়োজন করেন।

সালিশে তাদের দুইজনের কাছ থেকেই জরিমানা আদায় করে সেই টাকা উপস্থিত মাতবররা নিজেদের মধ্যে ভাগ করে নেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় শুরু হয়েছে নিন্দার ঝড়।

প্রেমিক আলামিনের বাবা শাহজাহান মিয়া অভিযোগ করে বলেন, মাতবর নুলু মুন্সি আমার ছেলেকে চাপ দিয়ে ১ লাখ টাকা জরিমানা নিয়েছেন। সঙ্গে অন্যান্য মাতবররাও ছিলেন। 

একই গ্রামের মাতবর নুলু মুন্সি জানান, গ্রাম্য মাতবর খায়ের মণ্ডল ও মতি এই টাকা নিয়েছেন। এ বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান। 

দৌলতপুর থানার ওসি এমআর আল মামুন জানান,  হালিমা বেগম বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। ঘটনার সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম