বন থেকে মৃত হাতি উদ্ধার, রহস্যময় রক্তের চিহ্নে উদ্বেগ
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজারের উখিয়ার বন থেকে বুধবার একটি বয়স্ক হাতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, হাতিটির মুখ থেকে প্রচুর পরিমাণে রক্ত বের হচ্ছিল, যা বিষয়টিকে আরও রহস্যময় ও উদ্বেগজনক করে তুলেছে। মৃত হাতিটি দোছড়ি রফিকের ঘোনা এলাকায় পাওয়া যায়।
উখিয়া রেঞ্জের বন কর্মকর্তা আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন, হাতিটির মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের ফলাফলের অপেক্ষা করতে হবে। তবে মুখ থেকে রক্ত বের হওয়া অস্বাভাবিক একটি পরিস্থিতি নির্দেশ করছে, যা উদ্বেগজনক।
তিনি আরও জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে মৃত হাতিকে উদ্ধার করেছে।
দোছড়ি রেঞ্জ কর্মকর্তা ইমদাদুল হাসান রনি বলেন, হাতিটি রফিকের ঘোনা খালের উত্তর-পূর্ব পাশে মৃত অবস্থায় পাওয়া যায়। ওই দিনই দুপুর ২টার দিকে প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্ত সম্পন্ন করেছেন এবং সংগ্রহ করা আলামত ল্যাবেও পাঠানো হয়েছে।
স্থানীয়রা বলেন, হাতিটির অকাল মৃত্যু বনাঞ্চলের অন্যান্য প্রাণীর জন্যও উদ্বেগ তৈরি করেছে। বন বিভাগ ইতোমধ্যে এলাকায় সতর্কতা জারি করেছে এবং হাতিসহ বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বিশেষ নজরদারি বৃদ্ধির নির্দেশনা দিয়েছে।
উখিয়ার বনাঞ্চল বন্যপ্রাণী সংরক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। হাতির মৃত্যু শুধু স্থানীয়দের জন্য নয়, দেশের বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকাণ্ডের জন্যও সতর্কবার্তা হিসেবে ধরা হচ্ছে।
বন বিভাগের কর্মকর্তা আশ্বস্ত করেছেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ প্রকাশ করা হবে—যা প্রাকৃতিক কারণে, অসুস্থতা, না কি অন্য কোনো কারণে ঘটেছে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে ঘিরে উৎকণ্ঠা বিরাজ করছে। অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন, যদি দোষ বা সমস্যা চিহ্নিত না হয়, তবে ভবিষ্যতে আরও প্রাণীর ক্ষতি হতে পারে। বন বিভাগের পক্ষ থেকে এখন স্থানীয়দের সতর্ক থাকার পাশাপাশি হাতি ও অন্যান্য বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
