Logo
Logo
×

সারাদেশ

নৌকা চোর সন্দেহে যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন, ভিডিও ভাইরাল

Icon

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮ পিএম

নৌকা চোর সন্দেহে যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন, ভিডিও ভাইরাল

মুন্সীগঞ্জের শ্রীনগরে নৌকা চোর সন্দেহে এক যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন করা হয়েছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পরে চুরি যাওয়া নৌকাটির সন্ধানের জন্য রোমান (৩২) নামে ওই যুবককে ট্রলারে তুলে নিয়ে যাওয়ার পর থেকে ২ দিন যাবত তার কোনো খোঁজ মিলছে না।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীনগর উপজেলার আরধীপাড়া কানাইনগর এলাকায় প্রায় দেড় মাস আগে মিজানুরদের একটি কোষা নৌকা চুরি হয়। এ ঘটনায় গত মঙ্গলবার বিকাল ৩টার দিকে ওই এলাকার কয়েকজন কানাইনগর বালুর মাঠের সামনে রোমান শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। পরে তারা নৌকা চুরির অভিযোগ এনে রোমান শেখের হাত গাছের সঙ্গে বেঁধে ঝুলিয়ে রাখে এবং মারধর করতে থাকে। 

রোমানকে গাছে ঝুলিয়ে নির্যাতনের একটি ভিডিও বুধবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ সময় নির্যাতনকারীরা রোমানকে একটি ট্রলারে তুলে সিরাজদিখানে শেখর নগরের দিকে রওনা দেয়। সারা রাত রোমানের কোনো সন্ধান না হওয়ায় তার পরিবারের লোকজন সকালে খোঁজ করতে গেলে নির্যাতনকারীরা জানায়, রোমান ট্রলার থেকে পানিতে লাফ দিয়েছে। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

এ ঘটনায় নিখোঁজের স্ত্রী আসমা বেগম বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. নাজমুল হুদা খান জানান, রোমানকে নির্যাতন ও নিখোঁজের ঘটনায় মামলা হয়েছে। পুলিশ এ ঘটনায় ট্রলারের মালিক ইব্রাহিম নামে একজনকে গ্রেফতার করেছে। নিখোঁজ ব্যক্তি ও অপরাধীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম