গাছ কাটতে বাঁধা
চকরিয়ায় বনকর্মীর ওপর হামলা আহত ৬
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:১১ এএম
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের আওতাধীন কাকারা বনবিটের পুলেরছড়া এলাকায় বন কর্মকর্তাসহ (ফরেস্টার) ছয় কর্মীর ওপর বৃহস্পতিবার হামলার ঘটনা ঘটেছে। এ সময় বনবিটের চেকপোস্ট ভেঙে দেয় দুর্বৃত্তরা।
আহতরা হলো, বনবিট কর্মকর্তা সাউদ যাহীন, বনপ্রহরী রবি শংকর দেওয়ান, রুবেল হোসেন, মধু সুদন সরকার, ও বাগানমালী জাহাঙ্গীর আলম রাজিব ও সিরাজুল ইসলাম। আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বন কর্মকর্তা সাউদ যাহীন বাদী হয়ে রফিক, ওসমান, সোনা মিয়া, রাজা মিয়া, সালাউদ্দিনের নাম উলেখ করে অজ্ঞাতনামা আরো কয়েকজনের নামে থানায় মামলা করেছেন। সাউদ যাহীন বলেন, কাকারা নতুন পাহাড় এলাকায় রিজার্ভ বনের গাছ কাটে ফেলার খবর পেয়ে সেখানে গিয়ে তাদের বাঁধা দিলে আমাদের ওপর হামলার চেষ্টা চালানো হয়।
পরে দুর্বৃত্তরা গাছের টুকরো গুলো মাতামুহুরি ব্রিজের পাশে স’মিলে নিয়ে গেলে টুকরো গুলো জব্দ করে ফাঁসিয়াখালী রেঞ্জের আওতাধীন নলবিলা বনবিটে রেখে আসি। আমরা কাকারা বনবিটের দিকে চলে আসলে বৃহস্পতিবার বিকালে পুলেরছড়া বনবিট চেকপোস্টে ৫-৮ জন দুর্বৃত্ত আমাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা করে।
এ ঘটনায় আমি সহ ৬ জন আহত হই। এসময় আমাদের চেকপোস্ট ভেঙে গুড়িয়ে দেয়। ওসি তৌহিদুল আনোয়ার এ বিষয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
