লক্ষ্মীপুরে ২০ মাদক মামলার আসামি গ্রেফতার
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৪ এএম
|
ফলো করুন |
|
|---|---|
লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত ২০ মামলার আসামি হাবিবুর রহমান কালুকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছে ২০০ পিস ইয়াবা পাওয়া যায়।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে কালুকে নতুন একটি মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করে পুলিশ। এর আগে সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি একই এলাকার চৌকিদার বাড়ির বাসিন্দা।
থানা পুলিশ জানায়, কালুর বিরুদ্ধে রামগঞ্জসহ বিভিন্ন থানায় ২০টি মামলা রয়েছে। বিভিন্ন সময় জামিনে বের হয়ে সে পুনরায় মাদক কারবারির সঙ্গে জড়িয়ে পড়ে।
রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ২০০ পিস ইয়াবাসহ কালুকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আরও একটি মাদক মামলা করা হয়েছে। ওই মামলায়ে গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

