Logo
Logo
×

সারাদেশ

যুগান্তরে সংবাদ প্রকাশের পর

সেই আ.লীগ নেতার দোকান উচ্ছেদ

Icon

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪ পিএম

সেই আ.লীগ নেতার দোকান উচ্ছেদ

গত বুধবার (১৭ সেপ্টেম্বর) দৈনিক যুগান্তরে 'জেলা পরিষদের জায়গায় আ.লীগ নেতার দোকান নির্মাণ' শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদের প্রকাশের পরেই কক্সবাজারের কুতুবদিয়ায় কৈয়ারবিল ইউনিয়নের বিন্দাপাড়া কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় জেলা পরিষদের জায়গায় উপজেলা আ.লীগের সাবেক সভাপতি আহমদ উল্লাহ এবং তার ছেলে আজিজুল হক সাগরের নেতৃত্বে অবৈধভাবে নির্মাণ করা ছয়টি দোকান উচ্ছেদ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।   

অভিযানে নেতৃত্ব দেন কুতুবদিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন। 

এ সময় কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন, জেলা পরিষদের সার্ভেয়ার কাউছার আহমেদসহ পুলিশ, নৌ-বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। 

সহকারী কমিশনার (ভূমি) সাদাত হোসেন যুগান্তরকে বলেন, জেলা প্রশাসনের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আমি দায়িত্ব পালন করেছি। জেলা পরিষদের জায়গায় নির্মাণ করা অবৈধ ছয়টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সামনে এ ধরণের অভিযান চলমান থাকবে। অবৈধ দখলদার, ভূমি খেকো যত প্রভাবশালী হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম