বিসিএসের প্রশ্ন ফাঁসের অভিযোগে পার্বতীপুরে যুবক গ্রেফতার
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মহিবুল ইসলাম নামে এক যুবককে দিনাজপুরের পার্বতীপুর থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে তাকে আটক করা হয়।
মহিবুল ইসলাম পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের উত্তর আটরাই গ্রামের হাদীউজ্জামানের ছেলে।
দিনাজপুর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রফিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিসিএসের প্রশ্নপত্র ফাঁস হয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার ছায়া তদন্তে নামে ডিবি পুলিশের একটি দল। বিষয়টি আঁচ করতে পেরে মহিবুল বৃহস্পতিবার রাতেই আত্মগোপনে থেকে সকালে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনে পার্বতীপুর বাড়ির দিকে রওনা দেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় গোয়েন্দা পুলিশের সদস্যরা মহিবুলের ট্রেনযাত্রা নিশ্চিত হয়ে রেল পুলিশের সহায়তায় বৃহস্পতিবার সন্ধ্যায় পার্বতীপুর জংশন স্টেশন থেকে তাকে আটক করে রাতেই ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে।
রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, এমন অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।
