Logo
Logo
×

সারাদেশ

তুরাগ নদ থেকে শিশুর লাশ উদ্ধার

Icon

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৬ পিএম

তুরাগ নদ থেকে শিশুর লাশ উদ্ধার

প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদ থেকে ৯ বছরের শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত সামি মুদাফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে তুরাগ নদ থেকে শিশুটির লাশ উদ্ধার করে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে টঙ্গীর প্রত্যাশা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। টঙ্গীর মুদাফা এলাকার সোহেল মিয়ার ছেলে সে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, শুক্রবার দুপুরে প্রত্যাশা ব্রিজ এলাকায় শিশু সামি কয়েকজন শিশুর সঙ্গে তুরাগ নদের পানিতে গোসল করতে নামে। এ সময় সামি নদের পানিতে তলিয়ে যায়।  আশপাশের লোকজন টঙ্গী ফায়ার সার্ভিসে খবর পাঠান। খবর পয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা শিশুটির লাশ উদ্ধার করে।

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, পরিবারের সদস্যদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ হস্তান্তর করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম