Logo
Logo
×

সারাদেশ

লোহাগাড়ায় স্কুলের জায়গায় অবৈধ স্থাপনা

Icon

লোহাগাড়া দ. (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪০ পিএম

লোহাগাড়ায় স্কুলের জায়গায় অবৈধ স্থাপনা

ছবি: যুগান্তর

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিদ্যালয়ের পরিত্যক্ত জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করছে একটি প্রভাবশালী মহল। 

অনুসন্ধানে জানা গেছে, উপজেলার পদুয়া ইউনিয়নের ওয়ার্ড বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখলে নিতে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে চক্রটি। 

রাতের আঁধারে গোপনে নির্মাণকাজ শুরু করে তারা, আর দিনে কাজ বন্ধ রাখে। ইতোমধ্যে কয়েকটি সেমিপাকা দোকানঘর নির্মাণ শেষ হয়েছে। নতুন করে আবারও দোকানঘর নির্মাণের কাজ চলছে। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে সরেজমিন পরিদর্শনে গিয়ে এ ঘটনার সত্যতা পাওয়া যায়।

১৯৭০ ও ১৯৮৭ সালে দুটি দলিলের মাধ্যমে পদুয়া গুপ্ত এস্টেটের ওয়ারশিরা ১০০ শতক জমি বিদ্যালয়কে দান করেন।

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের দাপটে স্থানীয়রা মুখ খুলতে সাহস পাচ্ছে না। বিদ্যালয়ের জমি একে একে দখল হয়ে যাচ্ছে। অথচ প্রশাসনের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অলক কান্তি দাশ বলেন, গুপ্ত স্টেটের ওয়ারিশরা বিদ্যালয়কে জায়গা বুঝিয়ে দিয়েছেন এবং দখলও আছে। হঠাৎ করে একটি প্রভাবশালী মহল বিদ্যালয়ের জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণের কাজ শুরু করেন। 

এ বিষয়ে লিখিতভাবে জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হয়েছে। দখলদারদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদ্যালয়ের জমি দখল হয়ে গেলে ভবিষ্যতে শিক্ষার্থীরা মারাত্মক সমস্যায় পড়বে। অথচ এখনো কার্যকর পদক্ষেপ নেই।

তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, প্রশাসনের নাকের ডগায় কিভাবে সরকারি বিদ্যালয়ের জমি দখল হয়ে যাচ্ছে। 

স্থানীয়রা বলছেন, প্রভাবশালীদের ছত্রছায়া না থাকলে এমন দখল সম্ভব নয়।

লোহাগাড়া শিক্ষা অফিসার ইবনে মাসুদ রানা বলেন, বিদ্যালয়ের সম্পত্তি দখল করা ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার প্রস্তুতি চলছে। শিগগিরই উপজেলা প্রশাসনের মাধ্যমে দখল উচ্ছেদ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার জানান, অভিযোগ পেয়ে বিদ্যালয়ের জায়গায় স্থাপনার কাজ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। স্থাপনা যারা নির্মাণ করছে তাদের প্রয়োজনীয় কাগজপত্র দিতে বলা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম