Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীতে এলোপাতাড়ি গুলিতে গৃহবধূ নিহত

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০০ পিএম

নরসিংদীতে এলোপাতাড়ি গুলিতে গৃহবধূ নিহত

নরসিংদীর চরাঞ্চল আলোকবালিতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে আলোকবালি ইউনিয়নের বীরগাঁও সাতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফেরদৌসী আক্তার (৩৫) সাতপাড়া গ্রামের রায়েস আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত কয়েক দিন যাবত সদর উপজেলার চরাঞ্চল আলোকবালিতে বিবদমান দুটি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। দ্বন্দ্বের জের ধরে গেল বৃহস্পতিবার ভোরে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে ইদন মিয়া (৬২) নামে এক বিএনপির কর্মী নিহত হন।

এ হত্যাকাণ্ড ও সংঘর্ষের জেরে আজ শুক্রবার দুপুরে প্রতিপক্ষরা ককটেল বিস্ফোরণ ঘটায় ও এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ হয়ে ফেরদৌসী আক্তার ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।  

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার সাংবাদিকদের জানান, আলোকবালির চরাঞ্চলে প্রতিপক্ষের ছোড়া গুলিতে এক নারী নিহত হয়েছেন। ঘটনার বিস্তারিত জানতে কাজ করছে জেলা পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম