শিবচরে রাকিব হত্যা মামলার ২ আসামি গ্রেফতার
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৫ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
র্যাব জানায়, গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে শিবচরের পৌর এলাকায় প্রকাশ্যে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয় রাকিব মাতবরকে। এ ঘটনায় নিহতের চাচি পারুল আক্তার বাদী হয়ে ২২ জনকে এজাহারনামীয় আসামি এবং ৫-৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। তারই প্রেক্ষিতে র্যাব যৌথ অভিযান পরিচালনা করে দুজনকে পৃথক স্থান থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—শিবচর চরস্যামাইল এলাকার খালেক সরদারের ছেলে রানা সরদার (৩২) ও শিবচর কেরানিবাট এলাকার হারুন সরদারের ছেলে সিয়াম সরদার (২২)।
র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

