Logo
Logo
×

সারাদেশ

চিরকুট লিখে আইনজীবীর আত্মহত্যা

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৭ এএম

চিরকুট লিখে আইনজীবীর আত্মহত্যা

ঝালকাঠিতে শামিম হোসেন জয় (৩৫) নামে এক আইনজীবী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে চাঁদকাঠি এলাকায় নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।   

ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান লাশ উদ্ধারের বর্ণনা দিয়ে বলেন, আত্মহত্যার আগে তিনি একটি চিরকুট লিখে রেখে গেছেন। তাতে লেখা, আমার শরীরে যে রোগ বাসা বেঁধেছে তাতে আমার মৃত্যু অনিবার্য। শরীরের কষ্ট, মানসিক চাপ আমি আর নিতে পারছি না। তাই সব কিছু ভেবেচিন্তে আত্মহত্যার পথ বেছে নিলাম। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি এবং অনুতপ্ত। আমাকে ভুল বুঝবেন না, পারলে ক্ষমা করে দেবেন।    

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে ঝালকাঠি শহরের চাঁদকাঠি এলাকায় পুলিশ সুপারের অফিসের সামনে তার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। 

শামিম হোসেন জয় নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের দক্ষিণ দুধারিয়া এলাকার মোজাম্মেল হক মোল্লার ছেলে। তিনি ঝালকাঠির আইনজীবী সমিতির নিয়মিত সদস্য ছিলেন। চারমাস আগে তিনি বিয়ে করেন। 

ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, রোববার (২১ সেপ্টেম্বর) ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।   

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম