Logo
Logo
×

সারাদেশ

পাবনায় সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ডিসি অফিসের সামনে বিক্ষোভ

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৫ পিএম

পাবনায় সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ডিসি অফিসের সামনে বিক্ষোভ

পাবনা-১ (বেড়া-সাঁথিয়া) আসন থেকে বেড়া উপজেলাকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে বেড়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের কয়েক হাজার মানুষ ব্যানার ফেস্টুন নিয়ে পাবনার ডিসি অফিসের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন।

এ সময় তারা সীমানা পুনর্বহালের দাবিতে নানা স্লোগান দেন। পরে বিক্ষোভকারীরা জেলা প্রশাসক ও নির্বাচন অফিসারের কাছে স্মারকলিপি দেন।

এলাকাবাসী বলেন, সাঁথিয়া উপজেলা এবং বেড়া পৌরসভাসহ বেড়া উপজেলার ৪টি ইউনিয়ন নিয়ে পাবনা-১ আসন ছিল। সম্প্রতি আসনটি ভেঙে শুধুমাত্র সাঁথিয়া উপজেলাকে নিয়ে পাবনা-১ আসন হিসেবে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। একইসঙ্গে বেড়া ও সুজানগর উপজেলা নিয়ে পাবনা-২ আসন ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের পরপরই রাজপথে নেমে আসেন বেড়া উপজেলাবাসী। তারা এ সিদ্ধান্তের জন্য জামায়াতকে দায়ী করে এবং জামায়াতের বিরুদ্ধে নানা স্লোগান দেয়।

তারা একটি সংগ্রাম কমিটি গঠন করে। সংগ্রাম কমিটির উদ্যোগে এলাকাবাসী কয়েক দফা বিক্ষোভ, মানববন্ধন, হরতাল পালনও করেন। এরই ধারাবাহিকতায় রোববার এলাকাবাসী পাবনা ডিসি অফিসের সামনে বিক্ষোভ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- বেড়া পৌর বিএনপির সভাপতি ও সংগ্রাম কমিটির সভাপতি ফজলুর রহমান ফকির, বেড়া পৌর বিএনপির সহ-সভাপতি সালাউদ্দিন ইকবাল, বেড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আকসেদ আলী, সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন খাজা, যুগ্ম সম্পাদক মইনুল হক, বেড়া পৌর বিএনপি নেতা জাহাঙ্গীর মোল্লা, পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ নয়ন আলী প্রমুখ।

সংগ্রাম কমিটির সভাপতি বলেন, একটি রাজনৈতিক দলের (জামায়াতকে উদ্দেশ্য করে) ষড়যন্ত্রের কারণে বেড়া থেকে সাঁথিয়া থেকে আলাদা করা হয়েছে। নির্বাচন কমিশন এলাকার ভৌগোলিক বিষয়ে না দেখে না বুঝে একটি অন্যায় সিদ্ধান্ত দিয়েছেন। বেড়া-সাঁথিয়া ভাই ভাই। স্বাধীনতার পর থেকে সকল নির্বাচন এক সাথেই হয়ে আসছে। সামাজিকতা, ব্যবসা, রাজনীতি সব কিছু আমাদের এক জায়গায়। তবে আসন কেন বিন্যাস হবে, আলাদা হবে। আমরা এই অন্যায় আসন বিন্যাস মানি না। যতক্ষণ পর্যন্ত আগের আসন পুনর্বহাল না হবে আমরা আন্দোলন চালিয়ে যাব।

প্রসঙ্গত, সাঁথিয়ায় জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে জামায়াতের প্রার্থী।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম