ভারতীয়দের হাতে আটক বাংলাদেশি নাগরিক বিজিবির নিকট হস্তান্তর
যুগান্তর প্রতিবেদক, তাহিরপুর
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৬ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের মেঘালয়ে স্থানীয়দের হাতে আটক হওয়া এক বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আটক বাংলাদেশি নাগরিকের নাম ককিল উদ্দিন জয়। তিনি শেরপুর সদর উপজেলার মুরশিদপুর গ্রামের ইনদাদ মিয়ার ছেলে।
রোববার রাতে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের লাউড়গড় বিওপিতে আয়োজিত পতাকা বৈঠকে বাংলাদেশ ভারত সীমান্তের মেইন পিলার ১২০৩/৮ এস এর শূন্য রেখায় পতাকা বৈঠকে বিএসএফ তাকে বিজিবির নিকট হস্তান্তর করে।
বিজিবি সিলেট সেক্টরের ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, রোববার বিকেলে ককিল উদ্দিন সীমান্তের মেইন পিলার ১২০৩/৮ এস অতিক্রম করে ভারতের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলার রানীকর এলাকায় প্রবেশ করলে স্থানীয়রা তাকে আটক করে রানীকর থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরবর্তীতে বিএসএফ বিষয়টি বিজিবিকে জানালে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়।
হস্তান্তরের পর রোববার রাতেই বিজিবি মামলা দায়েরের পূর্বে ককিল উদ্দিনকে তাহিরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে।
