সাভারে কুখ্যাত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ
জাভেদ মোস্তফা, যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৮ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সাভারে বিপিএটিসির স্কুল গেট থেকে বিজয় (১৯) নামের এক কুখ্যাত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে ১০ ইঞ্চি লম্বা সুইচ গিয়ারসহ তাকে পুলিশ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বিজয় সাভার এলাকায় কয়েকজন সহযোগীসহ একাধিক ছিনতাইয়ের সঙ্গে জড়িত।
নাজমুল শাহীন নামের এক প্রত্যক্ষদর্শী তার সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তিন দিন আগেও কুখ্যাত ছিনতাইকারীদের সঙ্গে তাকে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন শিমুলতলায় দেখেছেন অনেকে। শিমুলতলায় এদের ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় এনাম মেডিকেল হাসপাতালের আইসিইউতে দীর্ঘ দেড় মাস ধরে অচেতন অবস্থায় চিকিৎসাধীন অবসরপ্রাপ্ত এনজিও কর্মকর্তা নিরীহ প্রকৃতির মানুষ বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মহিউদ্দিন আহমেদ (৭০)।
সেদিন ভোর সাড়ে ৫টায় তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পেটে সজোরে ৩টি কোপ দেয় নিষ্ঠুর তিন সদস্যের ছিনতাইকারী দলের নেতা বিজয়। এছাড়া এদের ছুরিকাঘাতে গত শুক্রবার সাভার শিমুলতলায় গুরুতর আহত হন সাভারের সাবেক সংসদ সদস্যের বাড়ির তত্ত্বাবধায়ক বাহাউদ্দিনসহ কয়েকজন পথচারী। বাহাউদ্দিনকে সকাল সাড়ে ৬টায় পেছনের দিক থেকে কুপিয়ে আহত করে তার মোবাইল ফোন ছিনিয়ে নেয় এই ছিনতাইকারী।
মোবাইল ফোন ও টাকা পয়সা নেওয়ার আগে টার্গেট ব্যক্তিকে ছুরিকাঘাতে ধরাশায়ী করে এরা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত বিজয়ের বাড়ি রংপুরের পীরগঞ্জে। সে বর্তমানে সাভার পৌর এলাকার ভাগলপুরের হাজি বাড়ির ভাড়াটিয়া।
এলাকাবাসী জানায়, এই চক্রটি বিপিএটিসি, রেডিও কলোনি, শিমুলতলাসহ সাভার বাসস্ট্যান্ড এলাকায় ভোর রাতে ওঁৎপেতে থাকে। ভোরের বাসযাত্রী ও ভোরে নামাজ পড়ে হাঁটতে বের হওয়া লোকজনকে টার্গেট করে। তাদের ছুরি দেখিয়ে মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নেয়।
এলাকাবাসী বলেন, আইনের মারপ্যাঁচে অল্প সময়ের মধ্যেই তারা জামিন পেয়ে আবার একই অপকর্মে লিপ্ত হবার আশঙ্কা থাকে। তাই এদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছে তারা।
সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া জানান, একজন ছিনতাইকারীকে হাতেনাতে ছোরাসহ গ্রেফতার করা হয়েছে। তার সহযোগীদের আটক করার চেষ্টা চলছে।

