Logo
Logo
×

সারাদেশ

১০২ কেজি গাঁজা ও গাড়ি ফেলে পালাল মাদক কারবারিরা

Icon

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৮ পিএম

১০২ কেজি গাঁজা ও গাড়ি ফেলে পালাল মাদক কারবারিরা

ভৈরবে ২০ লাখ টাকা মূল্যের ১০২ কেজি গাঁজা ও মাদক বহনের গাড়ি সড়কে রেখে পালিয়েছে মাদক কারবারিরা। 

রোববার (২১ সেপ্টেম্বর) রাতে শহরের নাটাল মোড় এলাকার সিরাজনগর মসজিদের সামনের সড়কে ঘটনাটি ঘটে। র‍্যাব মাদকসহ গাড়িটি উদ্ধার করে সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে থানায় এ বিষয়ে একটি মামলা করে।   

ভৈরব র‍্যাব -১৪ ক্যাম্পের কমান্ডার মুহিত কবির এক প্রেস ব্রিফিংয়ে জানান, র‍্যাবের একটি দল রোববার (২১ সেপ্টেম্বর) রাতে ঢাকা-সিলেট মহাসড়কে টহলের সময়ে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার নিকটে নাটাল মোড়ে সিরাজনগর মসজিদের সামনের সড়কে একটি সাদা রংয়ের প্রাইভেট কার দেখতে পায়। এ সময় র‍্যাব সদস্যরা গাড়িটিকে থামার সিগন্যাল দিলে চালকসহ মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে গাড়ির ভেতর তল্লাশি করে  ১০২ কেজি গাঁজা উদ্ধার করে।    

তিনি বলেন, উদ্ধার গাঁজার মূল্য ২০ লাখ ৪০ হাজার টাকা। এ ব্যাপারে ভৈরব থানায় র‍্যাব বাদী হয়ে একটি মামলা করেছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম