চেক প্রতারণা মামলায় মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৬ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম বাঁশখালীতে চেক প্রতারণা মামলায় মৌলভী ইদ্রিস নামে এক মাদ্রাসার শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে বাঁশখালী উপজেলার চাম্বল বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
বাঁশখালী থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল শাহ আমানত দাখিল মাদ্রাসার শিক্ষক মৌলভী ইদ্রিসের বিরুদ্ধে ২০২৪ সালে চেক প্রতারণা মামলায় চার্জ গঠন গঠন করা হয়। কিন্তু তিনি আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত ওয়ারেন্ট ইস্যু করলে তিনি দীর্ঘদিন পলাতক থাকেন। অবশেষে রোববার রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, চেক প্রতারণা মামলায় ইদ্রিস নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতের সোপর্দ করা হয়েছে।

