ক্ষমতায় গেলে বিএনপি সংবিধান সংস্কার করবে: সাবেক এমপি বকুল
বেলাব (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সংবিধান সংস্কার করা হবে।
সোমবার উপজেলার বেলাব বাজারে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা নিজেদেরকে খাটো করে দেখবেন না। ’৭১ সালে আমরা সবাই মিলে একসঙ্গে যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছি। সুতরাং আমাদের মাঝে কোনো ভেদাভেদ থাকা চলবে না।
তিনি আরও বলেন, এ দেশটা আমাদের সবার, আমাদেরকেই দেশটা গড়তে হবে। আমাদের হিন্দু মুসলমানদের মধ্যে আইনের কোনো ভেদাভেদ নেই, ভেদাভেদ একটা জায়গায় আছে-সেটা হলো আমাদের সংবিধানে সংখ্যালঘু লেখা।
‘আপনারা নিজেদেরকে ছোট ভাবেন। আপনারা জানেন, আমাদের নেতা তারেক রহমান ঘোষণা করেছেন, আপনাদের ভোটে যদি আমরা ক্ষমতায় যেতে পারি, সংবিধান সংস্কার করবো, সংখ্যালঘু শব্দ বাদ দেওয়া হবে। আমরা এক বাংলাদেশি। আমাদের মধ্যে সংখ্যালঘু বলতে কিছু থাকবে না’।
বেলাব উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব বিপ্লবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার ঘোষ, বেলাব উপজেলা যুবদলের আহবায়ক আক্তারুজ্জামানসহ (আক্তার) বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা।
