বোনের ঋণ পরিশোধে নিজের স্বর্ণ দিয়ে ডাকাতির নাটক গৃহবধূর
সোনাগাজী (ফেনী) দক্ষিণ প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফেনীর সোনাগাজীতে বোনের ঋণ পরিশোধের জন্য নিজের স্বর্ণ দিয়ে ডাকাতির নাটক সাজিয়েছেন জোহরা খাতুন নামে এক গৃহবধূ। শনিবার দিবাগত রাত ৩টার দিকে সোনাগাজী সদর ইউনিয়নের পূর্বসুজাপুর গ্রামের সুলতান আহমদের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ, এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার জানায়, সৌদি আরব প্রবাসী শেখ ফরিদের স্ত্রী জোহরা খাতুন। তার বোন বিভিন্ন এনজিও থেকে বিপুল পরিমাণ টাকা ঋণ নিয়ে পালিয়ে তার বাড়িতে ওঠেন। বোনকে ঋণমুক্ত করতে সম্প্রতি তার ৯ ভরি স্বর্ণ দিয়ে দেন। প্রবাসী স্বামীকে বোকা বানাতে জোহরা ডাকাতির নাটক সাজান।
রাত ৩টার দিকে হঠাৎ ঘুম থেকে উঠে দেবর ও ভাসুরকে তুলে ওই গৃহবধূ জানান- সন্তানকে গলা কেটে দেওয়ার হুমকি দিয়ে স্টিলের আলমারি ভেঙে ১০ ভরি স্বর্ণালংকার, কাপড়-চোপড়সহ ২০ হাজার টাকা তিনজন ডাকাত লুট করে নিয়ে গেছে। সকালে খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ঘটনাটি রহস্যজনক মনে হলে পুলিশ তাকে মামলা করতে বলেন; কিন্তু তিনি মামলা করতে রাজি না হওয়ায় পুলিশের সন্দেহ বাড়তে থাকে। পুলিশ জোহরাকে থানায় এনে প্রযুক্তি ব্যবহারের জন্য মোবাইল কললিস্ট যাচাই-বাছাই করতে থাকলে একপর্যায়ে জোহরা আসল ঘটনা স্বীকার করেন। নিজের পরিকল্পনার কথা জানিয়ে পুলিশের কাছে অনুতপ্ত হন।
সোনাগাজী মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, সোনাগাজী-দাগনভূঞা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুবিদ রায়হান ঘটনাস্থল পরিদর্শনের পর ঘটনাটি রহস্যজনক মনে হয়। পরে গৃহবধূ স্বামী ও সন্তানদের কথা চিন্তা করে ঘটনার সত্যতা স্বীকার করেন। তাই আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।
