Logo
Logo
×

সারাদেশ

রাতের আঁধারে বিএসএফের বেড়া নির্মাণ, প্রতিবাদে বিজিবির পতাকা বৈঠক

Icon

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৫ পিএম

রাতের আঁধারে বিএসএফের বেড়া নির্মাণ, প্রতিবাদে বিজিবির পতাকা বৈঠক

দিনাজপুরের বিরামপুর কাটলা ইউনিয়নের খিয়ার মাহমুদপুর সীমান্তে রাতের আঁধারে বেড়া নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রোববার দিবাগত মধ্যরাতে জয়পুরহাট ২০ বিজিবি আওতাধীন বিরামপুর সীমান্তের ২৯১/২৯ এস বাংলা পিলার থেকে ১০ গজ দূরে তারা বাঁশ দিয়ে বেড়া নির্মাণ করেছে। 

কাটলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য শুকুর আলী সরকার বলেন, খিয়ার মাহমুদপুর সীমান্তে রাতের আঁধারে বিএসএফ হাফ কিলোমিটার বাঁশ দিয়ে বেড়া নির্মাণ করেছে। এতে বিজিবির দায়িত্বে অবহেলা রয়েছে বলে তিনি অভিযোগ করেন। দ্রুত দুই দেশের মধ্যে আলোচনা করে এই বেড়া অপসারণ করবেন- এমনটাই চাওয়া এলাকাবাসীর। 

জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুর দৌলা বলেন, ভারত সীমান্তের কৃষকরা জমির ধান রক্ষায় রাতের আঁধারে বেড়া নির্মাণ করে। আমরা বিকাল ৫টায় বিজিবি এবং বিএসএফ পতাকা বৈঠক করেছি। বিএসএফ কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। খুব দ্রুতই তারা নির্মাণকৃত বেড়া অপসারণ করবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম