Logo
Logo
×

সারাদেশ

শিবচরে চা দোকানির ঝুলন্ত লাশ উদ্ধার

Icon

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৭ পিএম

শিবচরে চা দোকানির ঝুলন্ত লাশ উদ্ধার

ছবি: যুগান্তর

মাদারীপুরের শিবচরে এক চা দোকানির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রমেন মালো (৩৫) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুলিয়ার চন্দা গ্রামের রামা মালোর ছেলে।

বুধবার উপজেলার মাদবরচর ইউনিয়নের পাচ্চর বাজারে আমিরের মার্কেটে নিজের চায়ের দোকান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, রমেন মালো পাচ্চর বাজারে দীর্ঘদিন ধরে চায়ের দোকান চালাতেন। বাজারের পাশেই মালোপাড়ায় স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি। সকালে স্থানীয়রা দোকানের ভেতরে রমেন মালোর ঝুলন্ত লাশ দেখতে পান।

বাজারের এক ব্যবসায়ী সুজন জানান, রমেন মালো এর আগে একটি মিষ্টির দোকানে কাজ করতেন। তখন তার আর্থিক অবস্থা ভালো ছিল। চায়ের দোকান দেওয়ার পর তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। ঋণের বোঝা ও মানসিক চাপ থেকেই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

শিবচর থানার ওসি মো. রকিবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম