Logo
Logo
×

সারাদেশ

ট্রাককে ওভারটেক করতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল বিএনপি নেতার

Icon

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১ পিএম

ট্রাককে ওভারটেক করতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল বিএনপি নেতার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আবুল কালাম আজাদ (৫৫) নামে এক বিএনপি নেতা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। একটি ট্রাককে ওভারটেক করতে যায় দূরপাল্লার বাস। এ সময় বাসের চাপায় নিহত হন ওই বিএনপি নেতা।

বুধবার সকাল ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ধোপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম আজাদ (৫৫) উপজেলার নলকা ইউনিয়নের চক সুজাপুর গ্রামের বাসিন্দা। তিনি নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, আবুল কালাম মোটরসাইকেল নিয়ে হাটিকুমরুল যাচ্ছিলেন। এ সময় রংপুর থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের বাস একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন আবুল কালাম আজাদ। স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তিনি মারা যান। পুলিশ ঘাতক কোচ ও সংশ্লিষ্ট ট্রাকটি আটক করে হাটিকুমরুল থানায় নিয়ে যান। এ ব্যাপারে সলঙ্গা থানায় মামলা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম