Logo
Logo
×

সারাদেশ

নারায়ণগঞ্জের জিমখানায় যৌথ বাহিনীর অভিযানে আটক ২৪

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৫ এএম

নারায়ণগঞ্জের জিমখানায় যৌথ বাহিনীর অভিযানে আটক ২৪

ছবি: যুগান্তর

নারায়ণগঞ্জ শহরের জিমখানায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী আলম চানসিসহ ২৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এর মধ্যে ৫ জনকে ভ্রাম্যমান আদালত বসিয়ে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এসময় তাদের কাছে মাদক, মাদক সেবনের সরঞ্জাম, দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বুধবার রাতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট টিএম রাহসিন কবিরের  নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ ও সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ জনকে আটকের পর যাচাই-বাছাই শেষে ১৯ জনকে থানা হেফাজতে নেওয়া হয় এবং ৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৩ জন একাধিক মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, মাদকসেবীর সংখ্যা বেড়ে যাওয়ায় জেলায় কিশোর গ্যাং,হত্যা, চুরি-ছিনতাই বৃদ্ধি পেয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জিরো টলারেন্স ঘোষণা করেছে জেলা পুলিশ। এ অভিযান অব্যাহত থাকবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম