Logo
Logo
×

সারাদেশ

বিএনপি নেতার লিফলেট বিতরণ

‘বিএনপি-আ.লীগ-জাতীয় পার্টি ভাই ভাই, ধানের শীষে ভোট চাই’

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৮ পিএম

‘বিএনপি-আ.লীগ-জাতীয় পার্টি ভাই ভাই, ধানের শীষে ভোট চাই’

বিএনপি নেতা জামাল মাহমুদ চৌধুরী।

‘বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি- সবাইকে ভাই ভাই’ আখ্যা দিয়ে কক্সবাজার-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর পক্ষে ধানের শীষে ভোট চাওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এতে সমালোচনার ঝড় উঠেছে উখিয়ায়। 

জানা গেছে, কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ বিএনপির সভাপতি জামাল মাহমুদ চৌধুরী স্থানীয় নেতাকর্মীদের নিয়ে পাড়া-মহল্লায় ঘুরে এ বক্তব্য দেন।

ভিডিওতে দেখা যায়, হাতে ছবি-সংবলিত লিফলেট নিয়ে তিনি বলেন- বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি, আমরা সবাই ভাই ভাই। শাহজাহান চৌধুরীর পক্ষে ধানের শীষে ভোট চাই। 

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে শাহজাহান চৌধুরীকে সবাই ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠাব ইনশাআল্লাহ। বক্তব্য শেষে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীর বিজয়ের জন্য মোনাজাত করা হয়। 

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা মহলে সমালোচনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তুলছেন, দলীয় অবস্থান ও নীতির বাইরে গিয়ে এ ধরনের বক্তব্য কতটা যৌক্তিক।

নাম প্রকাশ না করার শর্তে উখিয়া বিএনপির একজন নেতা বলেন, বিএনপিকে ডুবাতে ও ভোট কমাতে ইচ্ছাকৃতভাবে এমন বক্তব্য দেওয়া হচ্ছে। এখনো ছাত্রজনতার রক্ত শুকায়নি, লাশের গন্ধ রয়ে গেছে। এর মধ্যেই স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টিকে পুনর্বাসনের চেষ্টা করা জাতির সঙ্গে বেইমানি এবং বিএনপির জন্য মারাত্মক ক্ষতিকর।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিএনপি নেতা জামাল মাহমুদ চৌধুরী যুগান্তরকে বলেন, আমরা পাড়ায় পাড়ায় ধানের শীষের প্রচারণায় গিয়ে লিফলেট বিতরণের সময় এ বক্তব্য দিয়েছি। আমি তো খারাপ কিছু বলিনি। তবে বক্তব্যটা কেটে প্রচার করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম