ধানখেতে যুবকের দ্বিখণ্ডিত লাশ, মাথা উদ্ধারে অভিযান
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দিনাজপুরের ফুলবাড়ীতে নিখোঁজের দুই দিন পর সাব্বির হোসেন সবুজ (৩০) নামে এক যুবকের মস্তকবিহীন দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার মাথার খোঁজে ঘটনাস্থলে অভিযান চলছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর গ্রামের একটি ধানখেতের ডোবা থেকে দ্বিখণ্ডিত লাশটি উদ্ধার করা হলেও তার মাথাটি পাওয়া যায়নি।
নিখোঁজ সাব্বির হোসেন সবুজ ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর গ্রামের মৃত ইবনে সাউদ সরকারের ছেলে। পরিবারের লোকজন মরদেহের শরীরের একটি বিশেষ চিহ্ন দেখে মরদেহটি সাব্বির হোসেন সবুজের বলে পরিচয় শনাক্ত করে বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় নিজ বাড়ি থেকে আটপুকুরহাট ব্যাংকে যাওয়ার কথা বলে বাড়ি বের হয়ে যায় সবুজ। তারপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। পরবর্তীতে বাড়ির লোকজন আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাননি। পরের দিন গত বুধবার (২৪ সেপ্টেম্বর) তার পরিবারের লোকজন ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে রশিদপুর গ্রামের একটি ধানখেতের ডোবায় একটি মস্তকবিহীন খণ্ডিত মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
সবুজের ছোট ভাই সাদেক হাসান সজিব জানান, গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় সে বাড়ির কাজ শেষে লোন গ্রহণের জন্য স্থানীয় আটপুকুরহাট কৃষি ব্যাংকে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়; কিন্তু দিন শেষে রাত অবধি সবুজ বাড়ি ফিরে না এলে তাকে খোঁজা শুরু করেন বাড়ির লোকজন। পরে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
তিনি বলেন, আমরা ব্যাংকের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান- তার ভাই মঙ্গলবার ব্যাংকে আসেননি।
সজিব আরও জানান, আমি নিশ্চিত উদ্ধারকৃত মরদেহটি আমার বড় ভাই সাব্বির হোসেন সবুজের।
ফুলবাড়ী থানার ওসি একেএম খন্দকার মুহিব্বুল বিষয়টি নিশ্চিত করে জানান, মস্তকবিহীন গলা থেকে কোমর পর্যন্ত ও কোমর থেকে পা পর্যন্ত দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মাথা উদ্ধারের কাজ চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
