টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় নুর ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে স্টেশনের ১ নাম্বার প্ল্যাটফর্মের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ জানায়, নিহত নুর ইসলাম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ গ্রামের শামসুল হক ও কোহিনুর বেগমের ছেলে। তিনি স্টেশনে মোবাইল ফোন দিয়ে টিকটক ভিডিও ধারণ করছিলেন। এ সময় ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেন এসে ধাক্কা দিলে তিনি প্ল্যাটফর্মে পড়ে যান। এতে তার ডান হাত থেঁতলে যায় এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত জখম হন। স্থানীয়রা ভ্যানে করে গাজীপুর সদর হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদির-উজ-জামান জানান, দুর্ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
