Logo
Logo
×

সারাদেশ

চন্দনাইশে গ্যাস বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭

Icon

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪১ পিএম

চন্দনাইশে গ্যাস বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭

চট্টগ্রামের সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলার সীমান্তবর্তী চরতী এলাকায় অনুমোদনহীন, অবৈধ ও ঝুঁকিপূর্ণ গ্যাস ক্রস ফিলিংয়ের কারখানায় গুদামে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ আরও এক শ্রমিক মোহাম্মদ রাকিব (১৭) মারা গেছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে দগ্ধ গুদামের মালিকসহ ৭ জনের মৃত্যু হয়েছে।

মৃত মোহাম্মদ রাকিব চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার মোহাম্মদ আমিনের ছেলে। মৃত্যুর বিষয়টি নিহতের ভাই রনি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার থেকে বুধবার পর্যন্ত একই ঘটনায় ওই গুদামের ৫ শ্রমিক মো. ইদ্রিস (২৬), মো. ইউসুফ (৩০), মোহাম্মদ হারুন (১৭), মোহাম্মদ ছালে (৩০), মোহাম্মদ রিয়াজ (২১) এবং গুদামের মালিক মাহাবুবুর রহমান (৪৭) মারা যান।

একই ঘটনায় আহত হয়ে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন আরও ৩ জন। তারা হলেন-  মো. কফিল (২২),  মো. সৌরভ রহমান (২৫) ও মো. লিটন (২৮)।

স্থানীয়রা জানিয়েছেন, প্রায় এক বছর আগে সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলা সীমান্তবর্তী চরতী ইউনিয়নের নির্জন এলাকায় অবৈধভাবে গ্যাস ক্রস ফিলিং গুদাম গড়ে তোলেন মালিক মাহাবুবুর রহমান। ওই গুদামে সরকারি বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস স্থানান্তর করে বাজারজাত করা হতো।

গত ১৭ সেপ্টেম্বর ভোর সাড়ে ৬টার দিকে চন্দনাইশ ও সাতকানিয়ার সীমান্তবর্তী চরতীর চর এলাকায় একটি গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই দোকানের মালিক-শ্রমিকসহ ১০ জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম