Logo
Logo
×

সারাদেশ

চাঁদা না দেওয়ায় অপহরণ, ফিল্মি স্টাইলে উদ্ধার

Icon

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৬ এএম

চাঁদা না দেওয়ায় অপহরণ, ফিল্মি স্টাইলে উদ্ধার

প্রেমিকাকে নিয়ে ঘুরতে গিয়ে চাঁদাবাজদের হাতে অপহৃত প্রেমিক। ফিল্মি স্টাইলে অপহৃত প্রেমিককে উদ্ধার করল পুলিশ। ঘটনাটি বুধবার বিকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার হাইটেক পার্ক সেতু এলাকায় ঘটে।

এ ঘটনায় উপজেলার গৌরিনগর গ্রামের আব্দুল কাদেরের ছেলে জুবায়ের হোসেন (২৫) ও লোভাহাওর গ্রামের ওহাব আলীর ছেলে জয়নুদ্দিন ওরফে জয়নুল (৪২)কে আটক করেছে পুলিশ।

জানা গেছে, উপজেলার হাইটেক পার্কে প্রেমিকাকে নিয়ে ঘুরতে আসে প্রেমিক সাহেদ আহমদ (২১)। এসময় জুবায়ের ও জয়নুল তার কাছে চাঁদা দাবি করে। কিন্তু সাহেদ চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। একপর্যায়ে সাহেদকে জোড়পূর্বক সিএনজি চালিত অটোরিকশায় করে অপহরণ করে চাঁদাবাজরা। 

সাহেদকে সীমান্ত এলাকায় নিয়ে যাওয়ার সময় উপজেলা পরিষদের সামনে পুলিশের চেকপোস্টের কাছে আসলে বাঁচাও বাঁচাও সে চিৎকার করে। তাৎক্ষনিক ঘটনাটি বুঝতে পেরে পুলিশ সিএনজির পিছু নিয়ে ভিকটিমকে উদ্ধার করে। অপহরণকারী দুজনকে আটক করে।

জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ওসি মো. রতন সেখ বলেন, অপহরণের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। অপহরণকারীদের আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম