Logo
Logo
×

সারাদেশ

রাজশাহী মহানগরসহ ছাত্রদলের চার কমিটি বিলুপ্ত

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭ পিএম

রাজশাহী মহানগরসহ ছাত্রদলের চার কমিটি বিলুপ্ত

ছাত্রদলের রাজশাহী মহানগর শাখার কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে মহানগরের আওতাধীন মতিহার থানা উত্তর, দক্ষিণ ও কাটাখালী থানা ছাত্রদলের কমিটিও বিলুপ্ত করা হয়। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কমিটি বিলুপ্ত ঘোষণা করে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মহানগর ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে ই-মেইল ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে কমিটি বিলুপ্তির কথা অবহিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ছাত্রদলের রাজশাহী মহানগর শাখা এবং মহানগর শাখার অধীন মতিহার থানা উত্তর ও দক্ষিণ এবং কাটাখালী থানা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির গত ২৫ সেপ্টেম্বর এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। শিগগিরই এসব ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।

কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ বলেন, ই-মেইলের মাধ্যমে কমিটি বিলুপ্তির নোটিশ পেয়েছি। তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত। এটা নিয়ে আমাদের কিছু বলার নেই। আমরা তার সিদ্ধান্তকে স্বাগত জানাই। অন্যদিকে রাজশাহী মহানগরীর আওতাধীন শুধু তিনটি থানা কমিটি বিলুপ্ত প্রসঙ্গে সৌরভ আরও বলেন, মহানগর ছাত্রদলের অধীন বাকি তিন কমিটি বিলুপ্তির বিষয়ে আমরা কিছু জানি না। সংবাদ বিজ্ঞপ্তিতে দেখেছি। মহানগর ছাত্রদলের কমিটির মেয়াদ দুই বছর এক-দুই মাস হয়েছিল। দুই বছর মেয়াদি এসব কমিটি দুই-তিন বছরও থাকে। 

উল্লেখ্য, ২০২৩ সালের ৮ জুন আকবর আলী জ্যাকিকে সভাপতি ও খন্দকার মাকসুদুর রহমান সৌরভকে সাধারণ সম্পাদক করে রাজশাহী মহানগর ছাত্রদলের নতুন কমিটি দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সংসদ থেকে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম