ত্রাস সৃষ্টি করা সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে
গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৪ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
শরীয়তপুর গোসাইরহাটে উপজেলায় রাসেল শেখ (৩৭) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিস্ফোরক ও দণ্ডবিধি আইনে দায়ের হওয়া একটি মামলায় আসামি হিসেবে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে গোসাইরহাট পৌর এলাকার ধীপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার রাসেল শেখ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক পদে রয়েছেন। তিনি ওই এলাকার মৃত মজিদ শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় থাকাকালে রাসেল শেখ ধীপুর বাজার এলাকার ত্রাস সৃষ্টি করেছিল। তার নেতৃত্বে এলাকায় জমি দখল, সরকারি প্রকল্পে দুর্নীতি এবং ভিন্নমত পোষণকারীদের নির্যাতনের অভিযোগ ছিল।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ (গোসাইরহাট ডামুড্যা ও ভেদরগঞ্জ) আসনে নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মিয়া নুরউদ্দিন অপু প্রার্থী হন। ওই বছরের ২৪ ডিসেম্বর দুপুরে গোসাইরহাট উপজেলার কোদালপুর কুচাইপট্রি, আলাওলপুর ও গোসাইরহাট ইউনিয়ন থেকে মিছিলযোগে ধানের শীষ প্রতীকের পক্ষে স্থানীয় বিএনপির নেতৃত্বে মিছিল চলছিলো। এসময় ঐ মিছিলটি পট্রি ব্রীজ এলাকায় পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা ও বোমা বিস্ফোরক ঘটায় সেই ঘটনায় ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের হয় সেই হামলা মামলায় সম্পৃক্ত থাকার সন্ধেহে তদন্তের স্বার্থে পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
গোসাইরহাট থানার অতিরিক্ত দ্বায়িত্বপ্রাপ্ত এসআই সজিবুল হোসেন, বিস্ফোরক মামলায় তদন্তে প্রকাশিত আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর হয়েছে।

