ইজিবাইক চালককে ডেকে নিয়ে গোপনাঙ্গ কেটে হত্যা
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের শড়াতলা গ্রামের ইজিবাইক চালক আকবার ফকিরকে (৬৫) ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পাশের বুড়িখালি গ্রামের একটি বাঁশবাগান থেকে তার গলা ও পুরুষাঙ্গ কাটা লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আকবার ফকির মমিন ফকিরের ছেলে। সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে মোবাইল ফানে কল পেয়ে বাড়ি থেকে বের হন আকবার ফকির। এরপর আর তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে স্থানীয়রা বাঁশবাগানে তালগাছের নিচে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ দেখতে পান। এ সময় লাশের গলা ও পুরুষাঙ্গ কাটা ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
নিহতের স্ত্রী ফরিদা বেগম (৫৮) বলেন, বৃহস্পতিবার রাতে ফোনে ডেকে নেওয়ার পর আমার স্বামী আর বাড়ি ফেরেননি। সকালে জানতে পারি তাকে হত্যা করে ফেলে রেখে গেছে।
নড়াইলের নবনিযুক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম জানান, লাশের ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটনের জন্য ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
