ট্রাক চাপায় মাদ্রাসা ছাত্রসহ নিহত ২
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৮ পিএম
প্রতীকী ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার ডাক্তার বাড়ি নামক স্থানে ট্রাকের চাপায় মাদ্রাসা ছাত্র আশরাফুল ইসলাম (১৬) ও তার ফুফাতো ভাই ইমন মিয়া (১৭) নিহত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রতে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম মাধবপুর উপজেলার চৌমুহনী কমলপুর হযরত শাহজালাল (রা.) আলিম মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্র। সে নাসিরনগর উপজেলার ধর্মন্ডল গ্রামের আবুল কাসেমের ছেলে। নিহত ইমন মিয়া একই গ্রামের গিয়াসউদ্দিন মাস্টারের ছেলে।
মাদ্রাসার অধ্যক্ষ আনিসুর রহমান আদিল জানান, হাফেজ আশরাফুল ইসলাম মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর হাফিজিয়া মাদ্রাসা মসজিদে ইমামতি করতেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে মোটরসাইকেল যোগে ফুফাতো ভাই ইমনসহ নিজ বাড়ি ধর্মমন্ডল যাওয়ার পথে ট্রাকের ধাক্কা মোটরসাইকেল ধুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই আশরাফুলের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর ইমনের মৃত্যু হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, হাইওয়ে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।

-68d8fddcb7d10.jpg)