Logo
Logo
×

সারাদেশ

বাসরঘরে ঘুম থেকে উঠেই স্বামীর ঝুলন্ত লাশ দেখলেন নববধূ!

Icon

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৪ পিএম

বাসরঘরে ঘুম থেকে উঠেই স্বামীর ঝুলন্ত লাশ দেখলেন নববধূ!

জামালপুরের বকশীগঞ্জে টালিয়াপাড়া গ্রামে বাসরঘরে জিয়ার উদ্দিন (২২) নামে এক যুবক আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার টালিয়াপাড়া গ্রাম এ ঘটনা ঘটে।

মৃত জিয়ার উদ্দিনের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বগারচর ইউনিয়নের টালিয়াপাড়া গ্রামের কৃষক আন্তাজ আলীর ছেলে কৃষক জিয়ার উদ্দিন গত ২৫ সেপ্টেম্বর রাতে দেওয়ানগঞ্জ উপজেলার পার-রামরামপুর ইউনিয়নের দক্ষিণ ভাতখাওয়াচর আব্দুর রাজ্জাকের মেয়ে রাবিয়া খাতুনের (১৫) সঙ্গে বিয়ে হয়। জিয়ার উদ্দিন পেশায় একজন কৃষক হলেও বিভিন্ন সময়ে আটোভ্যান চালাতেন।

নববধূ রাবিয়া খাতুন জানান, শুক্রবার রাতে তাদের বাসর ঘরে উভয়ে ঘুমাতে যান। ভোরে ঘুম থেকে জেগে ওঠে দেখতে পান, তার স্বামী জিয়ার ঘরের ধন্নার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছেন। কখন কি হলো কিছুই বুঝতে পারলাম না। এ ঘটনায় উভয় পরিবার নির্বাক। এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে থানায় আনেন।

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহম্মেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম