Logo
Logo
×

সারাদেশ

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল দুই ভাইয়ের

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৯ পিএম

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল দুই ভাইয়ের

লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুৎস্পর্শে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও এক ভাইসহ তাদের চাচা। 

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের বাকালিটারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।  

মৃতরা হলেন- উপজেলার চলবলা ইউনিয়নের বাকালিটারী গ্রামের নুর ইসলাম (৫৪) ও দেলোয়ার হোসেন (৪২)। 

আহতরা হলেন- তাদের ছোট ভাই ইয়াছিন আলী (৩৭) ও চাচা সিরাজুল ইসলাম।

স্থানীয়রা জানান, বাড়ির পাশে সেচপাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হন নুর ইসলাম। খবর পেয়ে ভাইকে বাঁচাতে দেলোয়ার সেখানে যান। তিনিও বিদ্যুতায়িত হয়ে আটকে যান। খবর পেয়ে অপর ভাই ইয়াছিন ও চাচা সিরাজুল ইসলাম তাদের উদ্ধার করতে যান, তারাও আটকে যান।

খবর পেয়ে স্থানীয়রা তাদের চারজনকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক প্রথম বিদ্যুৎস্পর্শ হওয়া নুর ইসলাম ও দেলোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন এবং অপর ছোট ভাই ইয়াছিন ও চাচা সিরাজুল ইসলামকে ভর্তি করে চিকিৎসা দেন।  

আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপসহকারী মেডিকেল অফিসার ওমর ফারুক বলেন, চারজনের দুই ভাই হাসপাতালে পৌঁছার আগেই মারা গেছেন। বাকি দুইজনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম