Logo
Logo
×

সারাদেশ

মাছ ধরা নিয়ে নদীর মধ্যে নৌকায় দুই গ্রামের সংঘর্ষে আহত ২০

Icon

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৫ পিএম

মাছ ধরা নিয়ে নদীর মধ্যে নৌকায় দুই গ্রামের সংঘর্ষে আহত ২০

নদীতে মাছ ধরা ও ঘাস কাটাকে কেন্দ্র করে নেত্রকোনার কেন্দুয়া ও মদন উপজেলার সীমান্তবর্তী দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় গ্রামের ২০ জন আহত হন।

২৮ সেপ্টেম্বর রোববার দুপুরে কেন্দুয়া উপজেলার সীমান্তবর্তী সাইডুলী নদীর মধ্যে নৌকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের জালালপুর গ্রাম এবং মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের বাশরী গ্রামের লোকজনের সঙ্গে নদীতে মাছ ধরা এবং ঘাস কাটাকে কেন্দ্র করে সাইডুলী নদীর মধ্যে নৌকা নিয়ে ভাসমান অবস্থায় দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মারামারি হয়। এতে উভয়পক্ষের অন্তত ২০ আহত হন।

গুরুতর আহতদের মধ্যে জালালপুর গ্রামের জাহিম, সাইকুল ইসলাম, আব্দুল আওয়াল, তমাল, সাগর, কামাল ও মজিদ আলী ফকিরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় লোকজন জানান, পূর্বে ঘাস কাটাকে কেন্দ্র করে বাশরী গ্রামের লোকজন জালালপুর গ্রামের লোকজনের সঙ্গে তর্কবিতর্ক হয়েছিল। এরপর নদীতে মাছ ধরা নিয়ে এ সংঘর্ষ  ঘটে। 

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, ঘটনাটি শুনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম