Logo
Logo
×

সারাদেশ

৩১৯ মেট্রিক টন চাল আত্মসাৎ

খাদ্য বিভাগের দুই কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৫ পিএম

খাদ্য বিভাগের দুই কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক

সরকারি খাদ্যগুদাম থেকে ৩১৯ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগে দিনাজপুরে খাদ্য বিভাগের দুই কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন বাদী হয়ে রোববার (২৮ সেপ্টেম্বর) মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি এলএসডি গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (বর্তমানে সাময়িক বরখাস্ত) মোছা. আনোয়ারা বেগম, ঘোড়াঘাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইউনুস আলী মণ্ডল, ডুগডুগি এলএসডি গুদামের নিরাপত্তা প্রহরী (বর্তমানে সাময়িক বরখাস্ত) মো. মফিজুল ইসলাম এবং শ্রমিক সর্দার মো. শাহীনুর আলম।

রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নুর আলম।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি এলএসডি গুদামে সরকারি মজুদকৃত চাল অসঙ্গতি থাকার তথ্যের ভিত্তিতে দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির সদস্যরা গত বছরের ৩০ এপ্রিল ডুগডুগি এলএসডি গুদাম পরিদর্শনে গেলে এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছা. আনোয়ারা বেগমকে অনুপস্থিত পান। পরবর্তীতে ২ মে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুইটি গুদামের তালা ভেঙে জানতে পারেন, রেকর্ড অনুযায়ী সেখানে ৩১ হাজার ৫৮৪টি বস্তায় সরকারি ১ হাজার ৬৪ দশমিক ১৫৫ মেট্রিক টন চাল মজুত থাকার কথা; কিন্তু ২১ হাজার ৫১৮টি বস্তায় চাল মজুত পাওয়া যায় ৭৪৫ মেট্রিক টন। অর্থাৎ ১০ হাজার ৬৬টি বস্তায় ৩১৯ দশমিক ১৪১ মেট্রিক টন চালের ঘাটতি পাওয়া যায়। বস্তাসহ যার মূল্য ১ কোটি ৭১ লাখ ৩১ হাজার ২৭৯ টাকা।

এজাহারে উল্লেখ করা হয়, খাদ্য বিভাগের ওই দুই কর্মকর্তাসহ ৪ জনের যোগসাজশে খালি বস্তাসহ ৩১৯ দশমিক ১৪১ মেট্রিক টন চাল আত্মসাতের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়। মামলা তদন্তকালে এই অভিযোগের সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তা আইন আমলে আনা হবে বলে এজাহারে উল্লেখ করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম