Logo
Logo
×

সারাদেশ

তাহিরপুরে বিদেশি মদসহ কিশোর আটক

Icon

যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭ পিএম

তাহিরপুরে বিদেশি মদসহ কিশোর আটক

সুনামগঞ্জের তাহিরপুরে বিদেশি মদের চালানসহ এক কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)। রোববার মামলা দায়েরের পর ওই কিশোরকে সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশ হেফাজতে আদালতে সোপর্দ করা হয়েছে।

২৮ সুনামগঞ্জ বিজিবির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি মিডিয়া সেল জানায়, ব্যাটালিয়নের তাহিরপুরের বীরেন্দ্রনগর বিওপির বিজিবি টহল দল বাংলাদেশ-ভারত সীমান্তের রঙ্গাছড়া থেকে এক কিশোরকে শনিবার রাতে ১৬ বোতল বিদেশি মদসহ আটক করে।

রোববার ব্যাটালিয়নের তাহিরপুরের বীরেন্দ্রনগর বিওপির বিজিবি টহল কমান্ডার হাবিলদার স্বপন দেবনাথ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, শিশু কিশোর অপরাধের ধারায় থানায় একটি মামলা দায়ের করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম