Logo
Logo
×

সারাদেশ

চুয়াডাঙ্গা কারাগারে হাজতির মৃত্যু

Icon

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৬ পিএম

চুয়াডাঙ্গা কারাগারে হাজতির মৃত্যু

চুয়াডাঙ্গা জেলা কারাগারে আটক মিলন হোসেন (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার ভোরে চুয়াডাঙ্গা  সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের বাসিন্দা ও বিল্লাল হোসেন মালিতার ছেলে।

কারা সূত্রে জানা গেছে, ৪ সেপ্টেম্বর মারামারির একটি মামলায় চুয়াডাঙ্গা আদালতে হাজিরা দিতে গেলে বিচারক মিলনকে জেলহাজতে পাঠান। এরপর থেকে তিনি চুয়াডাঙ্গা জেলা কারাগারে ছিলেন।

রোববার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষ দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতের পর তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আরএমও ডা. ওয়াহিদ মাহমুদ রবিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মিলন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। তবে ময়নাতদন্ত শেষে সঠিক কারণ নিশ্চিত করা যাবে।

চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার মো. ফখরউদ্দিন বলেন, মিলনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মিলনের এ আকস্মিক মৃত্যুতে পরিবারের সদস্য ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক নেমে এসেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম